নিজস্ব প্রতিনিধি September 23, 2023
How to check block before buying domain?
How to check block before buying domain?

Welcome To DaudBd Blog!

ডোমেইন হচ্ছে ওয়েবসাইটে ঠিকানা বা এড্রেস | আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ডোমাইন কেনার আগে ডোমাইন অবশ্যই চেক করবেন আপনার ডোমাইন  ব্লক আছে কিনা ?

ডোমেইন কেনার আগে ডোমেইনের সাথে সংযোগিত কিছু গুরুত্বপূর্ণ মৌলিক তথ্য চেক করা গুরুত্বপূর্ণ যেসব উপায়ের মাধ্যমে আপনি ডোমেইনের জন্য স্বাগতপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে পারেন:

ডোমেইন কেনার আগে কিভাবে চেক করবেন?

ডোমেইন এর History চেক

 করে নিন। আপনার পূর্বে কেউ ডোমেইনটি কিনেছিলো কি না? কিনলে সেটি কতদিন ব্যবহার হয়েছে? কতবার কেনা হয়েছে ইত্যাদি বিষয় অবশ্যই চেক করে নিবেন।History চেক

আর্কাইভ চেক

পূর্বে যদি কেউ ডোমেইনটি কিনে থাকে, তাহলে কি কাজে ব্যবহার করেছে সেটি চেক করে নিন। যদি খারাপ কোন কাজে এর আগে ডোমেইনটি ব্যবহার হয়ে থাকে, তাহলে ওই ডোমেইন কেনা থেকে বিরত থাকুন। আর্কাইভ চেক

ফেসবুক ব্লক চেক

যে ডোমেইনটি রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন সেটি ফেসবুকে ব্লক আছে কিনা, যাচাই করে নিন। ফেসবুকে ব্লক থাকলে ওই ডোমেইনের কোন কনটেন্ট ফেসবুকে শেয়ার দেওয়া যাবেনা তাই এটি চেক করা জরুরী। ফেসবুক ব্লক চেক

এডসেন্স ব্লক

ডোমেইন টি গুগল এডসেন্সে ব্লক আছে কিনা তা যাচাই করে নিন। যদি ব্লক থাকে তাহলে সেই ডোমেইন দিয়ে এডসেন্স এপ্রুভাল পাবেন না।এডসেন্স ব্লক 

ট্রেডমার্ক চেক

ডোমেইনটি কোন কোম্পানীর কপিরাইট বা ট্রেডমার্ক করা আছে কিনা যাচাই করে নিন। যদি ট্রেডমার্ক করা থাকে তাহলে ওই ডোমেইন রেজিষ্ট্রেশন করা বিরত থাকুন। ট্রেডমার্ক চেক

DMCA চেক

যে ডোমেইনটি রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন তা অবশ্যই DMCA চেক করে নিবেন। যদি ডোমেইনে কোন DMCA প্যানাল্টি থাকে তাহলে ওই ডোমেইন কেনা যাবে না। DMCA চেক

Related Posts

ডোমেইনের মূল্য চেক করুন:

 ডোমেইনের মূল্য পরীক্ষা করে ডোমেইন নেমের বর্তমান মূল্য জানা গুরুত্বপূর্ণ। এটি আপনার ডোমেইন নেমের সঠিক মূল্য নির্ধারণ করে তা স্বাস্থ্যসম্মত প্রদান করতে সাহায্য করতে পারে।

স্যাডন্যেস রেকর্ড চেক করুন: 

স্যাডন্যেস রেকর্ড একটি ডোমেইনের সঠিক স্যাডন্যেস এবং বৈধতা নির্ধারণ করে তা ডোমেইন নেম নির্ধারণ করতে সাহায্য করতে পারে। এই প্রয়োজনীয় তথ্য ডোমেইনের উপলব্ধতা এবং মূল্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

এই সমস্ত মৌলিক তথ্য এবং চেকপ্রক্রিয়াগুলি আপনাকে ডোমেইন কেনার সময়ে উপকারী হতে সাহায্য করতে পারে। এগুলি আপনাকে ডোমেইন নেম কেনার নির্ধারণে সাহায্য করতে সাহায্য করতে পারে এবং নিশ্চিত করতে সাহায্য করতে পারে যে ডোমেইন নেম ক্রয় সুরক্ষিত এবং ব্যাবসায়িক উদ্দেশ্যে উপযুক্ত।

শেষকথা

আর্টিকেলটি পরে যদি আপনার উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না