এই মাত্র পাওয়া

ঢাকায় সেনাবাহিনীর গাড়িতে ‘আগুন দেওয়া’ তরুণকে নেত্রকোনা থেকে আটক

 

Kendua.com | সংবাদ বিনোদন সারাক্ষণ | কেন্দুয়া ডট কম
ঢাকায় সেনাবাহিনীর গাড়িতে ‘আগুন দেওয়া’ তরুণকে নেত্রকোনা থেকে আটক

ঢাকার কাফরুল থানা এলাকায় গত ৩১ অক্টোবর সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে এক তরুণকে নেত্রকোনা থেকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (৯ অক্টোবর) গভীর রাতে জেলার কেন্দুয়া পৌর শহরের পশ্চিম সাউদপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তরুণের নাম রায়হান মিয়া (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল থানার দক্ষিণ খালপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে জেলার মদন সেনাক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক রায়হান মিয়ার বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় মামলা রয়েছে। তিনি ঢাকার কাফরুল থানা এলাকায় গত ৩১ অক্টোবর সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত। সেনাবাহিনীর ৩ সিগন্যাল ব্যাটালিয়ন এবং র‍্যাব কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে শনিবার রাতে তাকে নেত্রকোনার কেন্দুয়া থানাধীন পশ্চিম সাউদপাড়া থেকে আটক করা হয়।

আটক রায়হান গত ৩১ অক্টোবর কাফরুলে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আজকের সেরা খবর গতকালের সেরা খবর