এই মাত্র পাওয়া

Phire Esho (ফিরে এসো ) Lyrics Mp3 Download | Pradhan

Pradhan
Phire Esho (ফিরে এসো) Anupam Roy | Pradhan Movie | Bengali songs Lyrics Mp3 Download | Anupam Roy | Pradhan | Dev, Soumitrisha

 Song : Phire Esho

Film : Pradhan

Vocal, Music & Lyrics : Anupam Roy

Director : Avijit Sen

Presenter : Atanu Raychaudhuri

Producer : Bengal Talkies, Dev Entertainment

Ventures And Pranab Kumar Guha

Label : Saregama Bengali


Download Mp3 -4MB

Join Telegram


ফিরে এসো লিরিক্স –

তোমার এ জীবন থেকে

কতটা সময় ঝরে গেছে, ঝরে গেছে,

ফুরিয়ে যাওয়ার আগে

যুদ্ধ জেতা বাকি আছে, বাকি আছে।

তুমি মরে যাও, মরে যাও

দিয়ে বেঁচে ওঠো আবার,

দেখো কিছু নতুন লাগে কি,

তুমি ভুলে যাও, ভুলে যাও

দিয়ে শুরু করো আবার,

দেখো তোমার ভালো লাগে কি।


তাই ফিরে এসো, ফিরে এসো

আকাশের ঝড় হয়ে,

যেন হেরে গিয়ে সাপে বর হয়ে।

তাই ফিরে এসো, ফিরে এসো

তুমি প্রতিবাদ হয়ে,

শত যন্ত্রণার অনুবাদ হয়ে,

এ পৃথিবী তোমাকেই চায়।


তোমার দুঃখ আমি

চিনতে পারলেও বুঝবো কি করে,

সে তো তোমাকেই, লিখতে হবে

অক্ষরে, অক্ষরে, অক্ষরে।

তোমার কষ্ট তুমি

আর কতদিন বয়ে বেড়াবে,

জানলা খুলে দাও, কেউ তো এসে

দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে।


তুমি মরে যাও, মরে যাও

দিয়ে বেঁচে ওঠো আবার,

দেখো কিছু নতুন লাগে কি,

তুমি ডুবে যাও, ডুবে যাও

দিয়ে ভেসে ওঠো আবার,

দেখো কিছু বদলে গেছে কি।


তাই ফিরে এসো, ফিরে এসো

আকাশের ঝড় হয়ে,

যেন হেরে গিয়ে সাপে বর হয়ে।

তাই ফিরে এসো, ফিরে এসো

তুমি প্রতিবাদ হয়ে,

শত যন্ত্রণার অনুবাদ হয়ে,

এ পৃথিবী তোমাকেই চায়।

সমাপ্ত

আশা করি এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিশ করি।

আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান বা দেখতে চান,আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেনসম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

আজকের সেরা খবর গতকালের সেরা খবর