Eto Jam Keno Bengali Lyrics Mp3 Download |
Song : Eto Jam Ken? ( এতো জ্যাম কেন? )
Artists: Uday Mahmud, Sadi Vai, Ahosan Habib Aonkon, Radion Hossaion, Hasib Qadri & HRT
Cast : Uday Mahmud, Sadi Vai, Ahosan Habib Aonkon, Radion Hossaion, Hasib Qadri, HRT, Sajin, Hridoy, Dhaly Arif, Bijoy,Tahsan Rashid, Samayra Tabassum, Riya Moni, Raisul Islan Ratul, Kazi Bishal, Mamun, Santo, Sindit Zaman, Rakibul Islam Roman, Situ, Sikhor, Sorif, Sifat, Jubayed, Sihab, SahaAle, Rabbi, Abir Hossain, sujon
Prominent Guest Artists : Aly Hasan , Jahid Islam, Kuntal Bishwas Buki
Alaiddin Lal, Md. Shakil Shah, Arnob Zaman & Isha Khan Duray
Lyric & Tune : Uday Mahmud
Music : Sadi Vai
Studio : CBLS RECORDS
Mixing & Mertering : Sadi Vai
Edit & Color: Uday Mahmud
DOP: Mahmud Emon
Director: Sadi Vai & Ahosan Habib Aonkon
Co-ordinated by : Isha Khan Duray
Language : Bangla
Label : G Series
Download Mp3 -4MBLyrics:
কিও সাদি ভাই, এতো গরম!
সামনে গিয়া জ্যাম এ পরলে লাগবো আরো চরম।
তাইলে আজকেও তো লেট, লাগায় দিবো গেট। পড়ালেখা বাদ দিয়া মুছতে হইবো প্লেট।
তোমার মুছতে হইবো প্লেট, আর আমার বসে দিবো থ্রেইট, হুদা প্যাঁচাল না পাইরা, ধরো বাসের গেট।
উফ! এতো জ্যাম কেন? ভাই সামনে থেইকা সরেন একটু সাইড দেন, ধুরু মিয়া। উফ! এতো ভিড় কেন,? গরমে মাথা ঘুরে তাড়াতাড়ি ফ্যান দেন, চালু দে।
ভাই বান্দর ঝুলে গাছে, আর মানুষ ঝুলে বাসে, জ্যামের মধ্যে বইয়া থাকলে কেমনে জামু ক্লাসে?
ঘণ্টার পর ঘণ্টা যখন বইয়া থাকি বাসে, আর
ফোনের উপর ফোন দিয়া চিল্লাইতাছে বসে।
শালার কি কউয়ার আছে?
জ্যামের পরিস্থিতি এমন হইছে, ঠ্যাং ভাইংগা বাসে।
কেউ যন্ত্রনাতে আছে, কেউ প্যান্ট খুইল্লা নাচে।
মাঝে মধ্যে মন চায় উইড়া যাইগা আকাশে।
এইডা কোনো কথা ভাই? খালি রাস্তা কেমনে পাই। দিনের পর দিন যায় মাসের পর মাস যায়, পুটকি দিয়া বাঁশ জায়, জ্যামে পইরা শ্বাস যায়।
কথা কিন্তু ঠিক, আরে ঘামে ভিজ্জা চিত
চলো নাইমা এবার হাঁটা ধরি এটাই হইবো ঠিক।
এটা মঘের মুল্লক নাকি? বাসের ভাড়া দিছেন নাকি? মিয়া ভাড়া দিয়া নাইমা যাইয়েন কিয়ের আবার বাকি?
ওই কি হইসেরে দাঁড়া হুনি, কেডায় দেইনাই ভাড়া, ওরে ধইরা আইনা ঘাড়া, ভাই কি সমস্যা কোনতো হুদাই ক্যান দিতাসেন ঝাড়ি, গরিব হইয়া জন্ম নিছি রাস্তায় চালাই গাড়ি।
ওই মিয়া! কেরে দেই ঝাড়ি?
কুম্বালাত্তে বইয়া রইছি,আজ্ঞায়না তোর গাড়ি
তাইলে কেমনে যায়াম বাড়ি কইনচে কেমনে যায়াম বাড়ি?
হাঁটি হাঁটি পা-পা সামনে থেইকা চাপা। ট্রাফিক পুলিশ কই গেলো সামনে একটু আগা।
৬টা থেইকা ৯টা রাত একি কাহিনি।
আরে এই হইবো সেই হইবো আরো কতো কি হইবো, এতো কথা বাদ দাও ভাই, রাস্তা কবে ফ্রি হইবো?
মনের কথা কইবা কারে জাইতে আইতে জ্যাম,
ভুগি চুগি ৪০০, আর বুঝায় ভাতের ফেন।
ঠুপ্পুর ঠাপ্পুর ঠাস আর ঠাপ্পুর ঠুপ্পুর ঠুস, ঠুস খাইয়া হুশ , ওমা কাকার হাতে ঘুষ।
এতো গরম তার মধ্যে জ্যাম এর উপর জ্যাম।
ধুরু জ্যাম ঠেইল্লা হাইট্টা হুইট্টা ব্যাথা হইচে ঠ্যাং।
ভায়া প্যারা নিও না, এই মামা যাইবা নাকি, লইয়া জাওনা যামু সামনের কলেজে।
জ্যামের মধ্যে রিকশা লইছোছ কেমনে যামু অফিসে? দেরি হইলে আজকে কিন্তু চাকরি থাকবো না। আবার চাকরি ছাড়া আমগো কিন্তু সংসার চলবো না।
কি করবা করার কিছু নাই, যা দেখছি বলার কিছু নাই। যা হউয়ার হইছে রে ভাই ক্লাসে যামু নামায় দিয়েন ভাই। ধুরু জ্যামের মধ্যে বইয়া থাকমু কোনো মানে নাই, আরে সময় মতো কর্মে যাইবা কোনো উপায় নাই।
তাইলে কি কউয়ার আছে? এমন জ্যাম যুদ্ধ মাইনা নিয়া ঝুলতে থাকে বাসে, আরে যাত্রা শুরু জ্যামে পুরা সময় টাইন্না নিছে, আরে......
উফ! এতো জ্যাম কেন? ভাই সামনে থেইকা সরেন একটু সাইড দেন, ধুরু মিয়া। উফ! এতো ভিড় কেন? গরমে মাথা ঘুরে তাড়াতাড়ি ফ্যান দেন, চালু দে
সমাপ্ত
আশা করি এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিশ করি। আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান বা দেখতে চান,আমাদেরওয়েবসাইটটি ফলো করে রাখুন।পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেনসম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ